বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম থেকে মঙ্গলবার (১৮.০২.২৫) সকালে এক নবজাতকে উদ্ধার করেছে হাসপাতাল কতৃপক্ষ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নবজাতকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে কোন মা ওয়াসরুমে নবজাতকের জন্মের পর ফেলে পালিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক পুরুষ হাসপাতালে জরুরি বিভাগে এসে এক মহিলাকে অসুস্থ দেখিয়ে চিকিৎসা নেয়। জরুরী বিভাগের এন্টি খাতায় তাদের নাম লেখা হয় রূপসী স্বামী আজিজুর। ঠিকানা দেয়া হয় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রাম। সিসিটিভির ফুটেজে দেখা যায়, জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালের ওয়াশরুমে যায় ওই মহিলা ও পুরুষ। সেখান থেকে বের হয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে যায়। এর
কিছুক্ষণ পর ক্লিনার ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে দেখে ৬/৭ মাসের একটি নবজাতক ফ্লোরে পড়ে আছে এবং সে জীবিত রয়েছে।
বাচ্চাটি দেখে পরিচ্ছন্ন কর্মী চিৎকার করে ওঠে, তার ডাক চিৎকারে সকলে এগিয়ে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে বাচ্চাটি মারা যায়। কে বা কারা এমন কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তা সনাক্ত করার কাজ চলছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, নবজাতককে ফেলে যাওয়ার মতো কাজ যারা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।