ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নতুন কর্মস্থলে ইউপি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আহসানুল হক সরকার যোগদান করায় বরণ ও ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইউনুস আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল ইসলাম।
এ সময় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুবেল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।