ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সিএনজি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষার পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স ৪টি, হেলমেটবিহীন ৭টি, রেজিস্ট্রশন ১টি সহ ১২টি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অভিযান চলাকালে বাংলাদেশ রংপুর অঞ্চলের ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম আজাদ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।