নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ২২ডিসেম্বর যশোর জেলা আঞ্চলিক সমাবেশ সফল করতে মনিরামপুর উপজেলা ও পৌর
বিএনপি’র উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন।
পৌর বিএনপি’র আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্ব প্রস্তুতি সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, বিএনপিনেতা মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাড. মকবুল ইসলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, আবু জাফর, বাবু বিশ্বাস, মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল গনি মোড়ল, ইউনিয়ন বিএনপিনেতা আবদুস সাত্তার দফাদার, আলাউদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক নজমুস সাদত, মতিয়ার রহমান, রবিউল ইসলাম, আবদুল ওয়াদুদ, মাষ্টার আবদুস সালাম, প্রভাষক
নাজমুল হক লিটন, জুলফিকার আলী, আবদুর রাজ্জাক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, পৌর আহবায়ক আব্বাস উদ্দিন, মহিবুল আলম মামুন, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, ফারজানা ববি, রওনক জাহান, শিরিনা খাতুন, থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।