1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ঠিকাদারের মাধ্যমে নিয়োগঃ চাকরি হারাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা - dailynewsbangla
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আওয়ামী লীগের নেতা আটক ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায়

ঠিকাদারের মাধ্যমে নিয়োগঃ চাকরি হারাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন যাবৎ গাজীপুরের কোনাবাড়ী এলাকার গা‌র্মেন্টেস গু‌লো‌তে ফি‌নি‌শিং বিভা‌গের আয়রনম্যান শ্রমিক‌দের কৌশ‌লে পদত্যাগপত্রে স্বাক্ষর নি‌য়ে চাকরিচ্যুত করা হচ্ছে। আবার চাকরিচ্যুত ওই শ্রমিকদের একই কারখানার ঠিকাদার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হ‌চ্ছে।

এমন একটি কারখানা গাজীপুরের কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার গার্মেন্টস কারখানা। চাকরিচ্যূত শ্রমিক নাজমুল জানান, কারখানাটি দুই দফায় ৪২জন শ্রমিককে জোর পূর্বক রিজাইন করিয়ে আবার একই কারখানায় ঠিকাদারের অধিনে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। সর্বশেষ ৫ ফ্রেবুয়ারি ১৭জন শ্রমিককে জোরপূর্বক রিজাইনপত্রে টিপ-স্বাক্ষর নিয়ে চাকরিচ্যূত করা হয় এবং এসব শ্রমিককে ঠিকাদারের অধিনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছু কারখানাতে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দিয়ে কাজ করানো হচ্ছে। যে ঠিকাদারের বৈধ কোন কাগজপত্র নেই।

বিষয়টি নিয়ে কথা বললে এম এম নীটওয়্যার এডমিন ম্যানেজার জাকির হোসেন মজুমদার জানান, তারা কোনো শ্রমিককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে নাই। শ্রমিকদের ওই কারখানার অন্য ফ্লোরে স্থানান্তরিত করার প্রস্তাব কর‌লে, শ্রমিকরা স্বেচ্ছায় রিজাইন দিয়েছে।

শ্রম আইনে ঠিকাদারের মাধ্যমে কাজ করানোর বিধান থাকলেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বৈধ ও নিবন্ধনকৃত ঠিকাদারের মাধ্যমে কাজ করার কথা বলা হয়েছে।

কিন্তু এ সব মালিকরা কোনটাই মানছে না। এ বিষয়ে শ্রমিক নেতা আশরাফুজ্জামান বলেন, শ্রম আইন এর দ্বিতীয় অধ্যায়ে নিয়োগ ও চাকরির শর্তাবলীতে বলা আছে, কোন ঠিকাদারি সংস্থা যদি কাজ করতে চায়, তাহলে সর্বপ্রথম সেই ঠিকাদারি প্রতিষ্ঠান বৈধ কোন কাগজপত্র আছে কিনা সেটা আগে খতিয়ে দেখতে হবে।

কোন ঠিকাদার সংস্থা যে নামে অভিহিত হোক না কেন যাহা বিভিন্ন সংস্থায় চুক্তিতে বিভিন্ন পদে কর্মী সরবরাহ করিয়া থাকে সরকারের নিকট হইতে রেজিস্ট্রেশন ব্যতীত কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না।
কিন্তু এসব কারখানা কর্তৃপক্ষ কোনভাবেই এই আইন মানছে না।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ