1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
গাজীপুরে ভূয়া ডাক্তারকে গ্রেফতার - dailynewsbangla
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ নিখোঁজ মৎস্যজীবীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো  দৌলতপুর সীমান্তে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস পালিত

গাজীপুরে ভূয়া ডাক্তারকে গ্রেফতার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী এলাকা হতে ০১ জন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গত ১৭ ফেব্রুয়ারি র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারস্থ “রাইছা ফার্মেসী” নামীয় ঔষধের দোকানে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডাক্তার পরিচয়ে ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তার মো. রায়হান কামাল (৩৮), পিতা- মৃত আব্দুল মোতালেব, মাতা- আলফাতুন নেছা, সাং- চর জাঙ্গালিয়া, (দরবেশ আলী মিস্ত্রির বাড়ি), থানা- ভোলা সদর, জেলা- ভোলা, এ/পি- দাহিন্দী, ভূঁইয়া বাড়ি, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর’কে গ্রেফতার করে।

এসময় ধৃত আসামীর নিকট হতে ভূয়া ডাক্তারী কাজে ব্যবহৃত ০২ টি থার্মোমিটার, ০১ টি Blood Glucose Meter, ০১ টি স্টেথোস্কোপ, ০১ টি Medical Percussion Hammer, ০২ টি Surgical Scissor, ০১ টি Forceps, ০১ টি Sphygmomanometer (রক্তচাপ মাপার যন্ত্র), ০১ টি প্যাড, ০২ টি সীল, ০১ টি এনআইডি কার্ড, ০২ টি মোবাইল ফোন এবং ০৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভূয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট হতে ডাক্তারী ভিজিট বাবদ প্রতারনামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ