1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ - dailynewsbangla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় মোটরসাইকেল রেসিংয়ে দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু ঘোড়াঘাটে ৭ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ভাঙাচোরা সাঁকো ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই যুবক আটক  লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট লক্ষীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা  বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা  গ্রেপ্তার ৩ ভেড়ামারায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার রাজশাহীতে বাকবিতণ্ডার জেরে মিস্ত্রিকে মারধর করে পুলিশে সোপর্দ করল বিজিবি সদস্যরা বিচারহীনতার শিকার পশ্চিম রেলের এক নারী কর্মী, অভিযুক্তকে বাঁচাতে কর্মকর্তাদের চতুরতা

ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফুলবাড়িয়ায় আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষ-ড়যন্ত্র বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল বলেন, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পরে কেশরগঞ্জের ঘটনা পরিকল্পিত ও সাজানো। পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিপক্ষের কথার জবাব দেন আখতারুল আলম ফারুক। সে ঘটনাটির খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল প্রচার করে যাচ্ছে।

তারা বলেন, আখতারুল আলম ফারুক আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হবেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক দোয়া ও ইফতার মাহফিলে ব্যপক জনশ্রুত পরিলক্ষিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। তারই অংশ হিসেবে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নাওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলকে পন্ড করার জন্য কলেজের মূল গেইটে ফারুকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিপক্ষরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, গাড়ি বহরের সামনে থাকা মাদকাসক্তদের তিনি চেনেন না, তারা নে-শাগ্রস্ত অবস্থায় বহরের সামনে অবস্থান নিলে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে নেতাকর্মীরা। তিনি আরো বলেন, তাদের কথার জবাব দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে সেটার খণ্ডিত অংশ প্রচার করছে দু-ষ্কৃতকারীরা। ফারুক বলেন, ষ-ড়যন্ত্রকারী একটি গ্রুপ টাকা দিয়ে নে-শাগ্রস্তদের ভাড়া করে গন্ডগোল করার চেষ্টা করেছে।

এর আগেও বহুবার রাজনৈতিক প্রতিপক্ষ দুষ্কৃতিকারী কিছু লোক আমাকে হেয় পতিপন্ন করার জন্য বিভিন্ন সময় হামলা চালিয়েছে। আমাকে মারার পরিকল্পনাও করেছে। আমি জিয়ার আদর্শের সৈনিক, আমি ভেঙ্গে পড়িনি, আমি আমার আদর্শ থেকে একটুও বিষ্চুতি হইনি, আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ