কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা মৃত্যুর ঘটনায় সরকারি কাজে অনিয়ম ও সম্পত্তি বিনষ্ট সাধনের অভিযোগে পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাণি কল্যাণ আইনে এ মামলা দায়ের করেন।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, গেল ২রা জানুয়ারি হতে ২৯শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়। সেসময় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান যথাসময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেননি। এ সংক্রান্তে তিনি লোকাল থানায় কোন জিডিও দায়ের করেননি।
এছাড়া তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে তবিবুর রহমানের দেয়া বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। এ অবস্থায় সংঘটিত ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির পাশাপাশি বন্যপ্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এজন্য প্রাণি কল্যাণ আইনে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও প্রকল্প কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।