রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগধীন রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের উভয় পার্শে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ভুমি হতে অবৈধ দখলদার, অবৈধ স্থাপনা, বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ রাজশাহী।
২৫ জুলাই ২০২২ (সোমবার) সকাল ১০ টায় রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামের নির্দেশনায় রাজশাহী – নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলাধীন কেশরহাট, কামারপাড়া বাজার সড়ক সংলগ্ন অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তার (উপ-সচিব) কামরুজ্জামান মিয়া’র নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম।
উল্লেখ্য, ২০ জুলাই ২০২২ তারিখে লিখিত নির্দেশনা বা নোটিশ দেয় সওজ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়। নোটিশে বলা হয়, “The government and local Authority lands and Building (recovery of possession) ordinance ১৯৭০” এর ধারা ২ (খ) ডেপুটি কমিশনারের ক্ষমতাবলে উচ্ছেদ এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধরা মোতাবেক বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করা হবে। উক্ত নোটিশের আলোকে ২৫ জুলাই সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সওজ রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী শাহ মোঃ আসিফ, মোহনপুর থানা পুলিশসহ এলাকার সচেতন নাগরিক।