মোঃবেল্লাল হেসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় গত বুধবার রাত আটটায় চার জেলেকে আটক করে উপজেলা নৌ-পুলিশ।
ফঁড়ি সূত্রে জানা যায়
উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ সুরুজ সহ সঙ্গীয় ফোর্স তেঁতুলিয়া নদীতে মাইলিশ রক্ষায় টহল রত অবস্থায় মাছ ধরায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলর ঘোষেরহাট গ্রামের
মনির হোসেন(৩০) শিপন(২৭), মো. ভুট্টু(৩২), রাসেল মিয়া(২৫) কে আটক করে এবং ৫ হাজার মিটার জাল জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মোঃমহিউদ্দিন আল হেলাল মা ইলিশ প্রজনন সময় কালে তেঁতুলিয়া নদীতে অবৈধ প্রবেশ করে মা ইলিশ ধরার ভ্রাম্যমাণ আাদলতের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদন্ডে প্রদান করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন এবং জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয়।