1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত - dailynewsbangla
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে বিআরডিপি নির্বাচনে তৃতীয়বার সভাপতি হলেন নবীর হোসেন চুন্নু লক্ষ্মীপুরে খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ওসি রফিকুল পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির চাঁদাবজি: বছরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নওগাঁয় ৭ লাখ ৮৮ হাজার ৩২০টি গবাদীপশু প্রস্তুত ১২ হাজার কোটি টাকা বিক্রির সম্ভাবনা  দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সভা বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে একজনের মৃত্যু  সন্ত্রাসী রাজিবকে গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাই

বোয়ালমারীতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখকে সাময়িক বরখাস্ত করেছেন ম্যানেজিং কমিটি। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।  এ সময় প্রধান শিক্ষককে বহিস্কার করে ম্যানেজিং কমিটির কো-আপ সদস্য কামরুল গাজীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামি ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষককের বিরুদ্ধে তদন্ত করে তদন্ত প্রতিবেদন বিদ্যালয়ের সভাপতির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহকারী শিক্ষক শিলা পারভীন, সহকারী শিক্ষক তপন সাহা, অভিভাবক সদস্য সুবল দেব নাথ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চায়না।
জানা যায়, বিদ্যালয়ের হিসাবসহ বিভিন্ন অনিয়মের কারনে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে দুই বার কারন দর্শানো নোটিশ করেন ম্যানেজিং কমিটি। ওই কারন দর্শানো নোটিশের সন্তোষ জনক জবাব দেননি তিনি।
বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কায়ূম বলেন, বিদ্যালয়ের হিসাব নিকাশ দেন না তিনি, নিয়মিত স্কুলে থাকেন না, স্কুলে এসে হাজিরা খাতায় সাক্ষর দিয়ে খাতাপত্র তার কক্ষে রেখে কক্ষ তালা দিয়ে চলে যায়।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিশেষ সভা ডাকা হয়। ওই সভায় সদস্য সংজ্ঞা কম হওয়ায় সভা হয় না কিন্তু ওই সভায় রবিবার (৩০ অক্টোবর) বিকেল চারটায় বিদ্যালয়ের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয় এবং কমিটির সকলকে জানিয়ে দেওয়া হয়।
বিকেলে বিদ্যালয়ে গিয়ে দেখি প্রধান শিক্ষকের কক্ষ তালা দেওয়া। অন্য শিক্ষকদের কাছে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে তারা বলেন প্রধান শিক্ষক দুপুর ২ টার দিকে স্কুল থেকে চলে গেছে।
 তিনি আরো বলেন, স্কুলে ১ টার থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরদের নির্বাচনী পরীক্ষা চলছিল। প্রধান শিক্ষক কি ভাবে পরীক্ষা চলাকালিন সময় তার কক্ষ তালা দিয়ে সভাপতির কাছে না শুনে স্কুল থেকে চলে যান। তিনি জানেন ম্যানেজিং কমিটির সভা রয়েছে। সভাপতি আরো বলেন, রবিবারের মিটিংয়ে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে ২০০৯ এর ৩৮ (চ) ধারায় সাময়িক বরখাস্ত করে সিনিয়র সহকারী শিক্ষক আবু সাহিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।  সোমবার (৩১ অক্টোবর) বরখাস্তের চিটি সরকারী দপ্তরে দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখের কাছে মোবাইল ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, সাক্ষাতে কথা বললো। ফোনে কোন কথা বলবো না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হেসেন বলেন, পোধান শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা আমার জানা নেই। বরখাস্ত করলে বোর্ড বিষয়টি দেখবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ