উফ! চায়ের কাপটা বড্ড জ্বালাই
ইদানিং একটু বেশিই জ্বালাই
সাঁঝবেলায় এলুমিনিয়ামের কেটলি
টগবগ করে ফোটে ধোঁয়া উঠিয়ে
কি অদ্ভুত ব্যাপার! তুমি জানোনা!
হৃদয়ের ভিতরেও তেমনটায় ফোটে
ঠোঁটের স্পর্শে কাপটা কেঁপে ওঠে
প্রতিটা চুমুকে কোথায় হারিয়ে যায়!
খুব খুব মনে পড়ে, কেন জানিনা
ইচ্ছে হয়, বড় বেশিই ইচ্ছে হয়
যদি তুমিও খানিক পাশে থাকতে
ঠিক সামনের চেয়ারটাই বসতে
দুষ্টামির ছলে চশমার ফাঁক দিয়ে
আড়চোখে চেয়ে চেয়ে দেখতাম
জানি, ভাবনার বয়সটা বাড়ছে,
তবু কি জানি!! কেন এমন হয়!
শুধু জানি, মনে হয়, রোজ সন্ধ্যায়
বড্ড বেশিই মনে হয়! কিন্তু কেনযে!
জানিনা, কিছুই জানিনা, তবুও…
রোজ সন্ধ্যায়, একি জ্বালাতন!!!
এইযে মনে পড়া, বিভিন্ন ক্ষতচিহ্ন
কি কারনে!! নাকি অকারনেই!!!