বোয়ালমারীতে উপজেলা নির্বাচনে ভোটের মাঠ গরম হয়ে উঠছে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে আলোচনায় মাঠ গরম হয়ে উঠেছে। ইতি মধ্যে প্রার্থীদের ব্যক্তিগত কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীদের পোস্টার বানিয়ে পোস্ট করে প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা করে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও তুমুল আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে মুল আলোচনা চলছে কে পাবেন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক।
উপজেলা চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কৃষকলীগ নেতা মো. লিটন মৃধা, দাদপুর ইউপির বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, পৌর আ’লীগের ১নং সদস্য মো. মাসুদুর রহমান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, যুবলীগ নেতা রাহাদুল আক্তার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাফিউল্লাহ শাফি, মৎস্যজিবীলীগ নেতা আসাদুজ্জামান পরশ সিকদার, মো. মুরাদ সিকদার। মহিলা ভাইস চেয়ারম্যানের নাম এখনও ওই ভাবে শোনা যাচ্ছে না।