হেলাল মজুমদার কুষ্টিয়া
মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খারিজাথাক গ্রামে র্যাব-১২, সিপিসি-১ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে বজলুর রহমান (৩৩), মৃত ইয়ানুছ শেখের ছেলে বিদ্যুৎ শেখ (৪৫), মৃত মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহ এর ছেলে সাগর শাহ (২৩)।
র্যাব-১২, সিপিসি-১ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিগণ দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
•