হেলাল মজুমদার কুষ্টিয়া
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময কুষ্টিয়ার ভেড়ামারায় কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে) ক্যানেলের জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মজিবর রহমান (৫৫)নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড এই অভিযানের সময় উপস্থিত ছিলেন সাজিত হক, উপ- বিভাগীয় প্রকৌশলী ভেড়ামারা পওর উপ বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোড ভেড়ামারা, অসিম কুমার,উপ- সহকারী প্রকৌশলী ভেড়ামারা পওর শাখা বাপাউবো ভেড়ামারা, ভেড়ামারা থানার এস আই বিশ্বজিৎ কুমার রায়,সহ সঙ্গীয় ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে গিয়ে মজিবর নামের এক জনকে আটক করে।এবং সরকারি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প( জিকে) ক্যানালের জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের বলেন,
এ ধরনের অভিযান আমরা অব্যাহত রেখেছি। ভেড়ামারা উপজেলায় যেখানেই অবৈধভাবে মাটি কাটা দেখবেন আমাদেরকে খবর দিলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো।