হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটার সময় ভেড়ামারা উপজেলার পরিষদের হলরুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন করেন। স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এহেতেশাম রেজা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান খান (অব), নির্বাচন কমিশনার বাংলাদেশের নির্বাচন কমিশন, প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জানাই সালাম। আপনাদের বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশ কে স্বাধীন করেছিলেন বলে আজকে আমি নির্বাচন কমিশনার। মুক্তিযোদ্ধা দের জন্য আলাদা স্মার্ট জাতীয় পরিচয় পত্র তৈরি হবে সেই স্মার্ট জাতীয় পরিচয় পত্রের উপরে লিখা থাকবে মুক্তিযোদ্ধা। আপনারা স্থানীয় নির্বাচন অফিস ফর্মে কিছু তথ্য দিয়ে পূরণ করে আমার কাছে পাঠালে আমি এটা করে দেব। পরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের বুথ গুলো ঘুরে দেখেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বিজিবিএমএস এএফডব্লিউসি পি এস সি এমফিল প্রকল্প পরিচালক আইডিইএ প্রকল্প (২য় পরচায়) বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এ এইচ এম আবদুর রকিব,বিপিএএ বিপিএম পিপিএম( বার) পুলিশ সুপার কুষ্টিয়া, হুমায়ুন কবির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা অঞ্চল, আবু আনছার জেলা অফিসার, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু চেয়ারম্যান উপজেলা পরিষদ ভেড়ামারা, আকাশ কুমার কুন্ডু, নির্বাহী অফিসার ভেড়ামারা উপজেলা, আনোয়ারুল কবির টুটুল মেয়র ভেড়ামারা পৌরসভা, আমিরুল ইসলাম মান্নান সভাপতি ভেড়ামারা প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলার মুক্তিযোদ্ধা, চিকিৎসক,সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন।