ভেড়ামারায় উঠান বৈঠক অনুষ্ঠিত
হেলাল মজুমদার শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন( দ্বিতীয় পর্যায়)শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দের সমস্যা সমাধানের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৪ টার সময় তথ্য কেন্দ্র ভেড়ামারার আয়োজনে ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে ১শত জন উদ্যোক্তা মহিলাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভিন স্বপ্না, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, মোশারফ হোসেন প্রশিক্ষক লাল সবুজ ডট কম, তানিয়া খন্দকার তথ্য সেবা কর্মকর্তা ভেড়ামারা।