বগুড়া আদমদিঘীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজীব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৪অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার আদমদিঘী সান্তাহারে সান্তাহার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগহনে গত (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজীব গোল্ডকাপ ফুটবল
প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতায় সান্তাহার পৌরসভার ৯টি স্কুল অংশগ্রহন করে। প্রতিটি স্কুল থেকে ছাত্রদের ও ছাত্রীদের একটি করে দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সান্তাহার কলসা আহসানউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতার এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা ভাইস চেয়ারম্যান
মাহমুদুর রহমান পিন্টু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন সান্তাহারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন।