1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ  - dailynewsbangla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

বগুড়ায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪

বগুড়ায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানির ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ।  স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। পুলিশ আরো জানান আজ  সকালে কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পুলিশ  মরদেহ উদ্ধার করেন । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে  নিহত ঐ যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। এছাড়া নিহত যুবকের মরদেহ এলাকাবাসী সনাক্ত করতে পারেনি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান  পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ