হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় কোটা বৈষম্য নিরসন কল্পে আইন পাস আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ভেড়ামারার প্রধান সড়কে অবস্থান করে প্রায় তিন ঘন্টা। কোটা বৈষম্য নিরসন কল্পে আইন পাস, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারার রাজপথে নেমে আসে ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের গোডাউন মোড়ের প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা ভেড়ামারা দৌলতপুর মহাসড়ক দখলে নেই। এসময় প্রায় ৩ ঘন্টা বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে দুপুর ৩ টা থেকে ভেড়ামারা বাস স্ট্যান্ড শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে ক্রমশ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। ভেড়ামারা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, বি জি এম ডিগ্রী কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেই। এ সময় তুমি কে, আমি কে , রাজাকার- রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার- স্বৈরাচার স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে। মিছিলে ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। বাসস্ট্যান্ড থেকে শুরু করে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।