1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে কর্মজীবী দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন "রয়েল সরকার" - dailynewsbangla
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা বরেন্দ্র অঞ্চলে আউশের ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশায় চাষীরা  ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

রাজশাহীতে কর্মজীবী দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “রয়েল সরকার”

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

রাজশাহীতে কর্মজীবী দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “রয়েল সরকার”

রাজশাহী ব্যুরো: দাবা খেলায় আগ্রহ ফিরাতে রাজশাহীতে আয়োজন করা হয় লীগ ভিত্তিক কর্মজীবী দাবা টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টে মো: রয়েল সরকার চ্যাম্পিয়ন ও মো: আমিনুল ইসলাম আমিন রানার আপ হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ চাউলপট্টি মোড়ে এই দাবা টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এসময় খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাজশাহী দাবা জগৎ এর তুখোড় খেলোয়ার হাবিব আহমেদ। এছাড়াও সহকারি রেফারি হিসেবে সহযোগিতা করে মোনায়েম ও সারওয়ার আলম। উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহন করা সকল খেলোয়ার বৃন্দ ও দাবা প্রেমীরা। খেলায় ফাইনালে নৈপূণ্য খেলার মাধ্যমে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে জাহির করেছেন রয়েল সরকার। খেলা শেষে বিজয়ীর হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় পুরষ্কার।
খেলা শেষে রয়েল জানান, আমরা এখানে পুরষ্কার জিতার জন্য আসিনি। আমরা এসেছি, আমাদের দেখে সবাই যেন এই খেলায় আগ্রহী হয়। চ্যাম্পিয়ন হতে পেরে আমার খুব ভাল লাগছে। ফাইনালে আমার প্রতিপক্ষ খুব চমৎকার খেলেছে। এর সাথে আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজক সাংবাদিক চপল ভাইকে। আয়োজককে বলবো, এমন টুর্ণামেন্ট যেন বার বার আয়োজন করা হয়। এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ১২ জুলাই জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা ও অনলাইন ডেইলী নিউজ বাংলা’র রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল এর উদ্দ্যোগে ১২ টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় দুইটি গ্রুপ করা হয় এবং প্রতি দ্রুপের দুইজন করে সেমিফাইনাল নিশ্চিত করে। তবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যার পর।

বি:দ্র: আগামীতে সকল কর্মজীবী দাবা প্রেমীদের নিয়ে বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ