বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থেকে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে মিজানুর রহমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্লার ছেলে।
জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে চৈতন্যের বাড়ির পাশে বিকেল ৫টার দিকে লাশ দেখে ডহরনগর ফাঁড়ি পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়েছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক অবস্থায় লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো কোন অস্ত্রের আঘাত বলে মনে হয়। বুধবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।