গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি: ,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার ২৮ নভেম্বর ভোররাতের দিকে এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ভুয়া পুলিশের নাম মো. ইমরান মোল্লা (২২)। সে মাগুরার জেলার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ৪টার সময় দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পড়িহিত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ ভোর ৪টা ৩০মিঃ এর দিকে তাকে স্থানীয় লোকজনের কাছ থেকে আটক করেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কোন খারাপ উদ্দেশ্যে পুলিশের ব্লু রঙের একটি পুলিশ লেখা জ্যাকেট পড়ে আটককৃত ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঘাট এলাকায় চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পলিশ বলে পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সরকারি পোষাক পরিধান করার অপরাধে মামলা দায়ের শেষে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

























