ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হওয়া হলেন, উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও দেওগ্রামের খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার ২নং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক শহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা রাফিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
তিনি আরও জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















