1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন - dailynewsbangla
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হেলাল মজুমদার কুষ্টিয়া হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল বোয়ালমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে নির্বাচনী প্রচারণায় জামায়াতের এমপি প্রার্থী বেলাল উদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওসি সহ মামলা প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোড়াঘাটে দম্পতি মিলে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার ১ আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে- ডা. এ জেড এম জাহিদ হোসেন  বরেন্দ্র অঞ্চলে অধিক লাভের আশায় ঝুঁকেছে কচু চাষীরা

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
ঢাকা-নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন।
ঢাকা-নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন।

ঢাকা-নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন।


নীলফামারী জেলা প্রতিনিধি: আগামী ২৬ মার্চ ঢাকা- নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ‘সম্প্রীতি এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হবে। ট্রেনটি নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি পথে চলাচল করবে। তাই সৈয়দপুরে ওই ট্রেনের যাত্রাবিরতির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিারব (১৪ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার তিন শতাধিক লোক অংশ নেন।

সাংবাদিক সাব্বির আহমেদ সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য রুহুল আলম মাস্টার, দৈনিক প্রথমআলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বাংলাদেশ জাসদ সৈয়দপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক যুদ্ধাহত আতাউর রহমান ময়না, আ’লীগ নেতা সমাজসেবক মতি জোতদার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক,
সমাজসেবক রবিউল আউয়াল রবি, মৎস্যজীবি লীগের সভাপতি ঈশা মিঠু, হিউম্যানিটি অব সৈয়দপুরের সভাপতি সূলতান মাহমুদ, নিরাপদ সড়ক চাই সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, হ্যালো সৈয়দপুরের অ্যাডমিন আব্দুল খালেক, সৈয়দপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব-উল- হাসান মুকুল, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, জাগো সৈয়দপুরের মর্ডারেটর এনামুল হক প্রমুখ।

সৈয়দপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনটি সঞ্চালনা করেন সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান। বক্তারা বলেন, বিভিন্ন কারণে এ অঞ্চলের মানুষ নিয়মিত ভারতে যাতায়াত করেন। ভৌগলিক বিবেচনায় সৈয়দপুর হচ্ছে রংপুর বিভাগের ৮ জেলাবাসীর সুবিধাজনক স্টেশন। এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর।

তাই ঢাকায় গিয়ে আবারও সৈয়দপুর হয়ে ভারত যাওয়া এ অঞ্চলের মানুষের জন্য চরম বিড়ম্বনা। গুরুত্ব বিবেচনায় ও মানুষের কষ্ট লাঘবে এ স্টেশনে ইমিগ্রেশন সুবিধা সৃষ্টি করে সৈয়দপুরে ট্রেনটির যাত্রাবিরতি দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয় মানববন্ধনে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ