রাজশাহী প্রতিনিধিঃ রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখার অন্তরবর্তীকালীন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বরেন্দ্র টিভির ক্যামেরা পার্সন এস এ ডাবলু নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ মে) সন্ধ্যায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকার পুলিশ লাইন্স সংলগ্ন পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে সংগঠনের রাজশাহী জেলা সভাপতি ও দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা’র সভাপতিত্বে “সাধারণ সভা ও শূন্য পদে নির্বাচন” শীর্ষক সভায় দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আদনান, দপ্তর সম্পাদক ইশরাত জাহান ময়না, প্রচার সম্পাদক আবিদ হাসান শানু, সাহিত্য বিষয়ক সম্পাদক মো: ওয়ালিউল্লাহ, ক্রীড়া সম্পাদক নুর কুতুবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মফিজুল ইসলাম দিলদার, সদস্য শামীম আখতার, পাভেল ইসলাম, আদিল হোসেন, শিরিন আকতার, আকতার হোসেন হীরা, সামিউল ইসলাম সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও আরজেএফ এর অন্যান্য সদস্যবৃন্দ ।
উল্লেখ্য, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন দীর্ঘ ১৪ বছর সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন হিসেবে তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 










