1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় চলছে পূজা মন্ডপে প্রস্তুুতি, ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা - dailynewsbangla
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

দশমিনায় চলছে পূজা মন্ডপে প্রস্তুুতি, ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

মোঃবেল্লাল হোসেন: পটুয়াখালী দশমিনা উপজেলায় দূর্ঘাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। দিন রাত এক করে প্রতিমা তৈরিতে কাজ করছে মৃৎ শিল্পীরা। এ বছর দশমিনা উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ১৬টি মন্ডপে প্রতিমা তৈরি করা হবে বলে জানা যায়।হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ পূজা প্রতি বছর শরৎকারে উদ্ধসঢ়;যাপন করা হয় ।

আগামী ৬ অক্টোবর বুধবার শুভ মহালয়া । ১১ অক্টোবর সোমবার বোধন শেষে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গাউৎসব শেষ হবে ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমির মাধ্যমে। উপজেলার মধ্যে দশমিনার নলখোলা বন্দর,কবিরাজ বাড়ি,ঠাকুরের হাট, নেহালগঞ্জ সহ ১৬টি স্থানে দেবী দূর্গার প্রতিমা তৈরি হয়। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সরজমিনে ঘুরে কথা হয় দশমনিা উপজেলার নলখোলা বন্দরে দেবী দূর্গা প্রতিমা তৈরি কারক মৃৎ শিল্পীদের মধ্যে,,,,,তিনি বলেন, দশমিনা উপজেলায় ১৬টি মন্দিরে কাজ হচ্ছে।

২৩ অক্টোবর বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা যায় , বাঁশের টেবিওে বাঁশ-খড় ও আঠালো মাটি দিয়ে প্রতিমা তৈরি করছে। আবার কেউ প্রতিমার শ্রী সৌন্দর্য আকর্ষনীয় করতে নিপুন হাতে করছেন মেষ মুহূর্তের কাজ। দশমনিা উপজেলার দেবী দুর্গা প্রতিমা তৈরি করতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬টি দলে মৃৎ শিল্পীরা এসেছে।

উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বাবু গৌতম কবিরাজ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর মা দূর্গা অবতীর্ন হয়ে অশুভ শক্তি নাশ কওে মঙ্গল প্রতিষ্ঠা করবেন। আমরা মা দেবীকে বরণে মনে উৎসাহ ও আগ্রহ নিয়ে অপেক্ষার দিন গুনছি। জাতীয় পূজা উদযাপন কমিটির দশমিনা উপজেলা শাখার সভাপতি এ্যাড, উত্তম কুমার কর্মকার বলেন, দশমিনা উপজেলায় প্রতি বছর সৌহার্দাপুর্ন পরিবেশে র্দর্গাউৎসব পালিত হয়ে আসছে।

এ বছর কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস সংক্রামনে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব পালন করা হবে। উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ১৬ টি স্থানে শারদীয় দুর্গা পূজার আয়োজন করার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ