1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের ব্যবসায়ীদের সড়ক অবরোধ - dailynewsbangla
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও পরিচিতি সভা বোয়ালমারীতে পিস্তল উদ্ধার  ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ  সভা দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পিলার ঘিরে করা হয়েছে সিএনজি স্ট্যান্ড লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর মার্কেটের বিদ্যুৎ ও পানি বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন করে কর্তৃপক্ষ। বুধবার (১৯ মে) দুপুরে এ নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ব্যবসায়ীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ব্যবসায়ীরা জানায়, বিমানবন্দরের আগের ব্যবস্থাপক শাহিন আহমেদ এর সাথে চুক্তির মাধ্যমে এই মার্কেটটি তৈরী করা হয়েছে। বর্তমান ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ দায়িত্ব নেয়ার পর করোনাকালীন সময় হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করেন। মার্কেটে একের পর এক চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবী জানালে তিনি একজন সিকিউরিটি গার্ড তথা নৈশ প্রহরী দিতেও অস্বীকৃতি জানান।

এমনকি আমরা নিজেদের খরচায় একজনকে দায়িত্ব দিতে চাইলেও সম্মতি দেয়নি। অপরদিকে গত ৫ মাস থেকে দোকানের বিদ্যুৎ বিলের কোন প্রকার কাগজ না দিয়েই মৌখিকভাবে বিলের টাকা আদায় শুরু করেন ব্যবস্থাপক। এতে কয়েকজন ব্যবসায়ী বিল দিলেও অধিকাংশরাই এভাবে বিল দিতে অস্বীকৃতি জানাই।

এতে প্রায় ৫ মাসের বিল অপরিশোধিত থাকে। এ সুযোগে ওইদিন নীলফামারী থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বন্ধ করে দেয়া হয় পানি সরবরাহের লাইনও। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। এতে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ কোন মন্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ