নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে একসাথে চার কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৬) নামে এক গৃহবধূ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বনপাড়া আমিনা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। লাভলী উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী। লিমন হোসেন (৭) এবং লিজা খাতুন (৫) নামে দু’টি সন্তান রয়েছে এই দম্পতির সংসারে। একসাথে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পরলে শিশুদের একনজর দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমেছে।
লাভলীর স্বামী লিটন হোসেন বলেন, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম হয়। তিনি আরো বলেন,আমি খুবই আনন্দিত। তবে একসাথে ৩ সন্তাানের লালন-পালন আমার জন্য কঠিন হয়ে যাবে।
লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি। তবে নবজাতকের লালন পালন নিয়ে চিন্তিত। আমিনা হাসপাতালের সত্বধিকারী ডাঃ আনসারুল হক জানান, চারটি নবজাতকের মধ্যে একটি মায়ের পেটেই মৃত্যু হয়েছিল। মৃত নবজাতকের মাথা ও দুই হাত ছিল না। তিনটি নবজাতক ও মা সুস্থ আছে।