ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন  বন্দরে মাদক সম্রাট রমজান, বাবুর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড নাটোরে বৈধবালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার, বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল ভেড়ামারায় বিনামূল্যে বীজ সার বিতরণ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক  সভা অনুষ্ঠিত মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীর অবৈধ পাকিং ও ফুটপাত হকার মুক্ত করনে ওসি শাহ্ কামাল আকন্দ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা চরপাড়ায় ফুটপাত, হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযান প্রতিদিন’ই চলবে বলেও কোতোয়ালী মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণসহ অবৈধ পাকিং ও ফুটপাত হকার মুক্ত ছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ০৭ ডিসেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার সকালে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ ও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক আহম্মেদ নেতৃত্বে পুলিশ সদস্যরাও এতে অংশ নেন।

এ সময় ফুটপাতে বসে থাকা হকার ও অবৈধভাবে পার্কিং সরিয়ে দেওয়া হয় এবং সকল দোকানদের সতর্ক করে দেওয়া হয়, যেন তাদের দোকানের সামনে কোন গাড়ী পাকিং না থাকে। দোকানে সামনে সাইনবোর্ড দিয়েছে, পুলিশ।

এদিকে ময়মনসিংহ মহানগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত মুক্ত করার লক্ষে নগরীর গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, মেডিক্যাল কলেজের সামনের চরপাড়া, স্বদেশী বাজার, নতুন বাজার এলাকায় পুলিশের অভিযান চালানো হয়, ফুটপাত মুক্ত করার লক্ষে। প্রতিদিন পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।

জানা গেছে, গত ১৯ আগষ্ট ২০২১ তারিখ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ যোগদান করেন। এরপর থেকেই পাল্টে যায় নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাতের চিত্র। এখনও সুযোগ পেলেই হকাররা ফুটপাতে মালামাল নিয়ে বসার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারও মালামাল গুটিয়ে চলে যায়।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশে ফুটপাতে অভিযান অব্যহৃত থাকবে,হকার মুক্ত করতে। ফুটপাতে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি অভিযান চালাচ্ছি।

নির্দেশ মোতাবেক দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারও তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ময়মনসিংহ নগরীর অবৈধ পাকিং ও ফুটপাত হকার মুক্ত করনে ওসি শাহ্ কামাল আকন্দ

আপডেট টাইম : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা চরপাড়ায় ফুটপাত, হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযান প্রতিদিন’ই চলবে বলেও কোতোয়ালী মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণসহ অবৈধ পাকিং ও ফুটপাত হকার মুক্ত ছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ০৭ ডিসেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার সকালে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ ও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক আহম্মেদ নেতৃত্বে পুলিশ সদস্যরাও এতে অংশ নেন।

এ সময় ফুটপাতে বসে থাকা হকার ও অবৈধভাবে পার্কিং সরিয়ে দেওয়া হয় এবং সকল দোকানদের সতর্ক করে দেওয়া হয়, যেন তাদের দোকানের সামনে কোন গাড়ী পাকিং না থাকে। দোকানে সামনে সাইনবোর্ড দিয়েছে, পুলিশ।

এদিকে ময়মনসিংহ মহানগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত মুক্ত করার লক্ষে নগরীর গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, মেডিক্যাল কলেজের সামনের চরপাড়া, স্বদেশী বাজার, নতুন বাজার এলাকায় পুলিশের অভিযান চালানো হয়, ফুটপাত মুক্ত করার লক্ষে। প্রতিদিন পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।

জানা গেছে, গত ১৯ আগষ্ট ২০২১ তারিখ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ যোগদান করেন। এরপর থেকেই পাল্টে যায় নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাতের চিত্র। এখনও সুযোগ পেলেই হকাররা ফুটপাতে মালামাল নিয়ে বসার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারও মালামাল গুটিয়ে চলে যায়।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশে ফুটপাতে অভিযান অব্যহৃত থাকবে,হকার মুক্ত করতে। ফুটপাতে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি অভিযান চালাচ্ছি।

নির্দেশ মোতাবেক দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারও তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।