মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করার দায়ে ৩ করাতকল মালিকের নিকট থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রামমান আদালত।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে তেরাইল গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম এর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
একই দিনে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে ছাতিয়ান গ্রামের লাল চাঁদের ছেলে আমিরুল ইসলামের নিকট থেকে ৫ হাজার টাকা ও সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মুফাসের এর নেতৃত্বে তেরাইল গ্রামে আব্দুল খালেকের ছেলে সেলিম হোসেন এর নিকট থেকে বিনা লাইসেন্সে করাতকল পরিচালনা করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ ধারা লঙ্ঘন করায় একই আইনের ১২ ধারায় এয় জরিমানা আদায় করা হয়।