কাজী মোস্তফা রুমি: মহামারি করোনাভাইরাসের কারণে টানা দু’বছর পর স্বজনদের সাথে দেখা করার সুযোগ পেয়ে খুশি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। ঈদুল ফিতর উপলক্ষে তারা উন্নত খাবার, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ঈদ উপহারও পেয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় কারাগারে নয় হাজার বন্দি আছেন। এবার ঈদ উপলক্ষে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার বন্দি তাদের স্বজনদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বজনদের সাথে তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়।
ঈদ উপলক্ষে কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ভালো মানের খাবারও দেওয়া হয়েছে। ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরে পোলাও, রোস্ট এবং রাতে পোলাও-মাংস, মাছ, সালাদ, পান সুপারি ও কোল্ড ড্রিংস দেওয়া হয়েছে। তবে করোনার কারণে এবারও স্বজনদের আনা খাবার দেওয়া হয়নি তাদের।
এছাড়া, করোনার কারণে গত দুই বছর ঈদের জামাত বন্ধ থাকলেও এবার কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদের নামায আদায় করতে পেরেছেন