মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় চকলেটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মিজান সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় পশুহাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে ওই শিশুর বাবা আবদুল জলিল বাদী হয়ে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই রাতেই মিজানকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য দশমিনা সদর ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিজানের দোকানের সামনে থেকে যাচ্ছিল। এসময় মিজান তাকে দোকানের পাশে নিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে শরীরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা চালায়। পরে ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে যায়।
উপজেলার সদও ইউনিয়নের ০২ নং ওয়ার্ড নিবাসি আবদুল জলির সরদারের বড় ছেলে মিজান সরদার।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাদীর লিখিত এজাহার পেয়েছি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। রাতেই আসামী গ্রেফতার করা হয়েছে। আসামী মিজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।