হেলাল মজুমদার,ভেড়ামারাঃ কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য রাখা ও সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে ধরমপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে মাজেদ (৩৫) ও রিয়ন (২২) কে টাপেন্টাবল ট্যাবলেটসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলাল হোসেন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন দক্ষিণ ভবানীপুর এলাকাকে থেকে সকালে তাদের টাপেন্ডাবল ট্যাবলেট সেবন ও রাখার অভিযোগ আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদাণ করেন। এক হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















