ফরিদ আহমেদ :বি এন পি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর সফল করতে দৌলতপুর উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের নেতৃত্ব পুলিশি বাঁধা উপেক্ষা করে ১৪ ইউনিয়নে পথযাত্রা অনুষ্ঠিত।
শনিবার দিন ব্যপি বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীদের অংশ গ্রহনে পথযাত্রা সম্পূর্ণ হয়েছে।
বিকাল ৪ টার সময় মঙ্গল সরকারের নিজ ইউনিয়ন রেফায়েতপুর বাজারে পথ যাত্রায় অংগ্রহন করেন শহীদ সরকার মঙ্গল ও থানা ছাত্র দল ও সেচ্ছাসেব দলের সাবেক সাধারণ সম্পাদক আবীদ হাচান মন্টি সরকার।
এ সময় মঙ্গল সরকার ও মন্টি সরকার বলেন, কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষে আমরা নেতা কর্মীদের নিয়ে সকল সময় মাঠে আছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমাতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে তা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
বক্তব্য চলা কালিন সময়ে পুলিশি বাঁধার মুখে পথযাত্রা পন্ড হয়ে যায়।