ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন চায়বেন সংসদ পদত্যাগি এমপির ছেলে আব্দুল্লাহ আল মামুন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন চায়বেন ফরিদপুর- আসনের সংসদ পদত্যাগি এমপি আব্দুর রউফ মিয়া মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। আব্দুল্লাহ আল মামুন ছাত্রলীগের সম্পাদক থাকাকালীন ২০০৭ সালে নেত্রীর মুক্তি আন্দোলনে গ্রেফতার হন এবং দীর্ঘ দিন জেল খাটেন। মামলাটি পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় নিষ্পত্তি হয়।
আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুর রউফ মিয়া মাস্টার ১৯৯১ সালে আ’লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে ২৪৫০৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। ১৯৯৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংসদ থেকে পদত্যাগ করেন। এমপি আব্দুর রউফ মিয়া তার গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ডিগ্রি কলেজ নির্মাণ করেন। ইতিমধ্যে আব্দুল্রাহ আল মামুন, নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা শুরু করেছেন। প্রচার-প্রচারনার সময় তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরন করেন। বিতরনের সময় সকলের কাছে দোয়া ও নৌকায় ভোট চান। আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি ফরিদপুর-১ আসন থেকে নৌকা প্রতিক চায়বেন। দলের থেকে যদি তাকে মনোনয়ন দেন তা হলে তিনি নির্বাচন করবেন।