ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি 

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের পাশে থাকবে লিগ্যাল এইড অফিস : জেলা ও দায়রা জজ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের পাশে থাকবে লিগ্যাল এইড অফিস : জেলা ও দায়রা জজ

রাজশাহী ব্যুরো: তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক অধিকার ও রাষ্ট্রীয় আইনি সহায়তা প্রদান নিশ্চিতকল্পে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে হিজড়া জনগোষ্ঠীর আইনি সহায়তামূলক অভিযোজন এবং উদ্বুদ্ধকরন সভা।

সারাদেশে হিজড়া সংগঠনের পক্ষ থেকে “ট্রান্সজেন্ডার ডে অব ভিজিবিলিটি” দিবসটি পালনের উদ্যোগ নিলেও সংগত কারনে দিবসটি পালন করতে পারেনি তারা। পরে “হিজড়াদের আইনি সহায়তামূলক অভিযোজন এবং উদ্বদ্ধকরন সভা” নামে একটি কার্যক্রম এর পরিকল্পনা গ্রহণ করে। প্রান্তিক অবস্থানে থাকা সকল হিজড়াদের আইনগত সহায়তা প্রাপ্তির লক্ষে নানামুখী কর্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

সেই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৪ জুন) বিকাল ৪.০০টায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় ও দিনের আলো হিজড়া সংগঠনের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এসময় দিনের আলে হিজড়া সংগঠনের সভাপতি মোহনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ জনাব আরিফুল ইসলাম উপস্থিত থেকে সভাটি প্রাণবন্ত করেছেন। এসময় হিজড়াদের জন্য চারটি অধিকার নিশ্চিতের কথা তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ আরিফুল ইসলাম। তিনি বলেন, লিগ্যাল এইড, সরকারি আইনি সেবা সম্পর্কে হিজড়া জনগোষ্ঠীকে সচেতন, দরিদ্র ও অসহায় হিজড়া জনগোষ্ঠীকে ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত, হিজড়া জনগোষ্ঠীকে আইনগত অধিকার বিষয়ে সচেতন, সরকারি আইন সহায়তা কার্যক্রম আরো কার্যকর, বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে।

পরে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার, ন্যায়বিচার ও আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে সরকার। অবহেলিত হিজড়াদের নাগরিকত্ব প্রদান করেছে সরকার। এখন হিজড়াদের শিক্ষার প্রতি নজর দিতে হবে সকলকে। কারন শিক্ষা নাহলে নিজের অধিকার কি, সেটি তারা জানতে পারবে না। আর একটি বিষয় সেটি হলো, ভিক্ষা করা যাবে না। সারাদেশে প্রায় ৪০ হাজারে উর্ধ্বে হিজড়া রয়েছে। আপনারা দেখবেন কেউ যেন সংগঠনের বাইরে না থাকে। তা নাহলে প্রকৃত হিজড়ারা সামাজিক অধিকার পাবে না। বক্তব্য শেষে সকলের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে নানা মুখী প্রশ্নের উত্তর দেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভাস্থল ত্যাগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বার এসোসিয়েশনের আইনজীবী, দিনের আলো হিজড়া সংগঠনের সাধারণ সম্পাদক ও রাসিকে সংরক্ষিত নারী আসনের কাউন্সিল সাগরিকাসহ প্রায় অর্ধ্বশতাধিক হিজড়ারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের পাশে থাকবে লিগ্যাল এইড অফিস : জেলা ও দায়রা জজ

আপডেট টাইম : ১২:১৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের পাশে থাকবে লিগ্যাল এইড অফিস : জেলা ও দায়রা জজ

রাজশাহী ব্যুরো: তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক অধিকার ও রাষ্ট্রীয় আইনি সহায়তা প্রদান নিশ্চিতকল্পে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে হিজড়া জনগোষ্ঠীর আইনি সহায়তামূলক অভিযোজন এবং উদ্বুদ্ধকরন সভা।

সারাদেশে হিজড়া সংগঠনের পক্ষ থেকে “ট্রান্সজেন্ডার ডে অব ভিজিবিলিটি” দিবসটি পালনের উদ্যোগ নিলেও সংগত কারনে দিবসটি পালন করতে পারেনি তারা। পরে “হিজড়াদের আইনি সহায়তামূলক অভিযোজন এবং উদ্বদ্ধকরন সভা” নামে একটি কার্যক্রম এর পরিকল্পনা গ্রহণ করে। প্রান্তিক অবস্থানে থাকা সকল হিজড়াদের আইনগত সহায়তা প্রাপ্তির লক্ষে নানামুখী কর্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

সেই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৪ জুন) বিকাল ৪.০০টায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় ও দিনের আলো হিজড়া সংগঠনের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এসময় দিনের আলে হিজড়া সংগঠনের সভাপতি মোহনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ জনাব আরিফুল ইসলাম উপস্থিত থেকে সভাটি প্রাণবন্ত করেছেন। এসময় হিজড়াদের জন্য চারটি অধিকার নিশ্চিতের কথা তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ আরিফুল ইসলাম। তিনি বলেন, লিগ্যাল এইড, সরকারি আইনি সেবা সম্পর্কে হিজড়া জনগোষ্ঠীকে সচেতন, দরিদ্র ও অসহায় হিজড়া জনগোষ্ঠীকে ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত, হিজড়া জনগোষ্ঠীকে আইনগত অধিকার বিষয়ে সচেতন, সরকারি আইন সহায়তা কার্যক্রম আরো কার্যকর, বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে।

পরে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার, ন্যায়বিচার ও আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে সরকার। অবহেলিত হিজড়াদের নাগরিকত্ব প্রদান করেছে সরকার। এখন হিজড়াদের শিক্ষার প্রতি নজর দিতে হবে সকলকে। কারন শিক্ষা নাহলে নিজের অধিকার কি, সেটি তারা জানতে পারবে না। আর একটি বিষয় সেটি হলো, ভিক্ষা করা যাবে না। সারাদেশে প্রায় ৪০ হাজারে উর্ধ্বে হিজড়া রয়েছে। আপনারা দেখবেন কেউ যেন সংগঠনের বাইরে না থাকে। তা নাহলে প্রকৃত হিজড়ারা সামাজিক অধিকার পাবে না। বক্তব্য শেষে সকলের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে নানা মুখী প্রশ্নের উত্তর দেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভাস্থল ত্যাগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বার এসোসিয়েশনের আইনজীবী, দিনের আলো হিজড়া সংগঠনের সাধারণ সম্পাদক ও রাসিকে সংরক্ষিত নারী আসনের কাউন্সিল সাগরিকাসহ প্রায় অর্ধ্বশতাধিক হিজড়ারা।