পোরশায় বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র নিতপুর ক্যাম্পের আয়োজনে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলী এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় ইউপির ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধীক জনগণ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাঁচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা এবং সতর্ক করা হয়।