আবু বক্কার, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ এর বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। রোবববার বিকাল ৩ঘটিকার সময় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক বাংলাদেশ সোসাইটির নওগাঁ জেলার সভাপতি নাহিদুজ্জামান রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আই হাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান, মানবিক বাংলাদেশ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরে জান্নাত ময়না। এ সময় বক্তারা মানবিক বাংলাদেশ সোসাইটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























