ভেড়ামারায় খুলনা রাজশাহী রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সীমান্ত সভা
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মনি পার্কে রবিবার সকালে (১৯ অক্টোবর ২০২৫) খুলনা ও রাজশাহী রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত “সীমান্ত সভা” অনুষ্ঠিত হয়।
এই সভায় দুই রেঞ্জের অন্তর্গত থানাসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া।এছাড়াও সভায় রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারবৃন্দ, দুই রেঞ্জের সীমান্তবর্তী থানার সার্কেল অফিসারগণ, অফিসার ইন চার্জগণ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার ওসি উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,সীমান্তবর্তী অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিত কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় মূল প্রতিপাদ্য ছিল-“দুই রেঞ্জের সীমান্তবর্তী থানা সমূহের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন সাধন।”সভাটি ছিল এক কার্যকর পদক্ষেপ,যা ভবিষ্যতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















