মাদক নয়, খেলাই হোক যুব সমাজের পথ’—গাদন খেলায় বাচ্চু মোল্লা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হলো গ্রামীণ জনপ্রিয় ঐতিহ্যবাহী গাদন খেলা।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার ধর্মদহ গ্রামের মালিথাপাড়ায় বাঁশবাগানের মনোরম পরিবেশে এই খেলার আয়োজন করে ধর্মদহ মালিথাপাড়া তরুণ সংঘ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুস্তম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তফা, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,“মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাদন খেলার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। একসময় এসব খেলা ছিল আমাদের গ্রামের প্রাণ, কিন্তু এখন তা হারিয়ে যাচ্ছে। নিয়মিত এমন আয়োজন করলে যুব সমাজ খেলাধুলার দিকে আগ্রহী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া তরুণ সংঘ ও ব্রজপুর তরুণ সংঘ। রোমাঞ্চকর খেলায় ৩-২ পয়েন্টে ব্রজপুর তরুণ সংঘ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজক রাশিকুর রহমান বলেন,“আমরা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি। মাদক থেকে তরুণদের দূরে রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।”
এ সময় গ্রামের প্রবীণ বাসিন্দা রবিউল ইসলাম স্মৃতিচারণ করে বলেন,“২৫-৩০ বছর আগেও এই গ্রামে গাদন, লাঠি, হাডুডু, ফুটবলসহ নানা খেলা হতো। আমি নিজেও গাদন খেলেছি। এখন এসব খেলা হারিয়ে গেছে।”
অন্যদিকে স্থানীয় যুবক রেজাউল ইসলাম বলেন,“ এখনকার তরুণরা মাঠে না এসে মোবাইলে সময় কাটায়। কিন্তু খেলাধুলা শরীর-মন দুটোই সুস্থ রাখে।”
দর্শক ও অতিথিরা মত দেন, গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পথে আনতে গাদন, লাঠি, হাডুডু ও ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর নিয়মিত আয়োজন প্রয়োজন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















