মিরপুর মালিহাদে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
হেলাল মজুমদার, কুষ্টিয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মালিহাদে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

সভায় তিনি বলেন, “আগামী নির্বাচনে যারা নমিনেশন প্রত্যাশা করছে, তাদের অনেকেই অতীতে ধানের শীষের পক্ষে কাজ করেনি। অথচ জনগণ ধানের শীষে ভোট দিয়ে আমাকে তিনবার সংসদে পাঠিয়েছিল। এলাকার সাধারণ মানুষ, এমনকি রিকশা-ভ্যানচালকদেরও জিজ্ঞাসা করুন— সবাই বলবে, বিএনপি সরকারের সময়ই সর্বাধিক উন্নয়ন হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতা-কর্মীদের আমি সবসময় সংগঠিত রেখেছি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এই ঐক্যবদ্ধ শক্তিই হবে আমাদের মূল ভরসা।”
আহসান হাবিব লিংকন প্রসঙ্গে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “২০১৮ সালের নির্বাচনের পর তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলেন না। সেই সময় মিরপুরে হাজার হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে পাশে থেকে আইনি সহায়তা ও আর্থিক সহযোগিতা দিয়েছি, যাতে সংগঠন টিকে থাকে। এমনকি ২০০৬ সালের আন্দোলনের সময়ও আমাদের ওপর ষড়যন্ত্র করে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। দলের সংকটময় সময়ে আমরাই পাশে ছিলাম, কিন্তু আহসান হাবিব লিংকন ছিলেন না।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকারের সময় আমি মিরপুর-ভেড়ামারা অঞ্চলে হাজার হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেছি এবং ভবন নির্মাণ করে দিয়েছি। সাগরখালী বাঁধের সমস্যারও স্থায়ী সমাধান করেছি। এছাড়াও দুটি ফায়ার স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। জনগণ আমাকে ‘উন্নয়নের রূপকার’ হিসেবে সম্মানিত করেছে। ভবিষ্যতে সুযোগ পেলে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবো, ইনশাল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ আল আমীন বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশাদুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা, বিএনপি নেতা চানিক মেম্বার ও হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















