ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন বরেন্দ্র অঞ্চলে আমন ধানে ছত্রাক ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা  লালপুরে চেয়ারম্যানের ছেলে সহ ইমো হ্যাক প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে ফুটপাত ও ড্রেন দখল প্রশাসনিক অবহেলায় বাড়ছে ভোগান্তি ভোটের শক্তিতেই পরিবর্তন, বন্দুকের ভয় নয় — প্রফেসর ড. সাইফুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার  চোরাচালানী পণ্য জব্দ দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎভাইয়ের হাতে যুবক খুন, আহত ৩ মিরপুর মালিহাদে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন

রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন

রাজশাহী ব্যুরো: গত বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে খেলা প্রেমীদের কাঙ্খিত ওয়ার্ড কাপ (বিদিরপুর বাজার) ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টুর্নামেন্টের দুই পরাশক্তি ফকিরপাড়া তরুণ সংঘ বনাম মুগরুইল একাদশ। রোমাঞ্চকর ফাইনালে জয় ছিনিয়ে নিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ফকিরপাড়া তরুণ সংঘ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪.০০ টায় মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি গ্রহন করেন দলের অধিনায়ক পারভেজ (লাল) এবং টিম ম্যানেজার, বিশিষ্ট সাংবাদিক মাজহারুল ইসলাম চপল। রানারআপ পুরস্কার গ্রহণ করেন মুগরুইল একাদশের অধিনায়ক।

উল্লেখ্য, জমজমাট এই আসরে মোট ৭ টি দলের অংশগ্রহনে লিগ ভিত্তিক খেলা শুরু হয়। দলের সংখ্যা কম থাকায় পয়েন্ট (লিগ) পর্ব শেষ করে ৪ টি দলকে কোয়ালিফাই করে সরাসরি সেমিফাইনাল খেলানো হয়।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফকিরপাড়া তরুণ সংঘ, আর ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুগরুইল একাদশ, ১১ পয়েন্ট নিয়ে বসন্তকেদার সরকারপাড়া এবং ৭ পয়েন্ট নিয়ে বসন্তকেদার হাটপাড়া। পরে নিজেদের নৈপুণ্য খেলার দক্ষতায় ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন মুগরুইল একাদশ এবং এবারের ফেবারিট দল ফকিরপাড়া তরুন সংঘ। অবশেষে নিজেদের অপরাজিত রেখে গত বছরের চ্যাম্পিয়নদের হারিয়ে ২৫ সালের ট্রফি ছিনিয়ে নেয় মৌগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণদের এই দলটি।

ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের গোল রক্ষক বিশাল খন্দকার , টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে পারভেজ এবং সর্বোচ্চ গোল দাতার পুরস্কার তুলে নেন সাজিউল ইসলাম সয়ন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, বসন্তকেদার ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক জিল্লুর রহমান মিঠুসহ সাবেক খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা।

টুর্নামেন্টটি আয়োজন করেন ৫নং ওয়ার্ডের ক্রীড়া সংগঠক ও তরুণ উদ্যোক্তা হাসান, নাইমুল, নাজমুল ও সইবুর, মাজহারুল ইসলাম চপল।

আয়োজকরা জানান, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পথে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। খেলার মাঠে তরুণদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করছে যুব সমাজ এখনো পারে পরিবর্তনের অনুপ্রেরণা হতে, যদি তাদের সামনে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করা যায়। ধন্যবাদ জানায় বিশিষ্ট সাংবাদিক মাজহারুল ইসলাম চপল ভাইকে। আপনারা জানেন, গত বছরের খেলায় আমাদের কিছু ত্রুটি ছিল যার কারনে অনেকের মন ভেঙে ছিল। কিন্তু এবার চপল ভাইয়ের আমরা আবারও উজ্জীবিত হই। যার ফলশ্রুতিতে আমরা এবারের টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পরেছি।

চ্যাম্পিয়ন ফকিরপাড়া তরুণ সংঘের পক্ষে টিম ম্যানেজার চপল বলেন, আমরা চাই, এলাকার প্রতিটি তরুণ যেন মোবাইলের পর্দা ছেড়ে খেলার মাঠে ফিরে আসে। খেলুক, ঘাম ঝরাক, বন্ধুত্ব গড়ে তুলুক মাঠের সবুজ ঘাসের সাথে। আজকের তরুণরা যদি খেলাধুলায় ফিরে আসে, তাহলে তারা মাদক, মোবাইল আসক্ত ও যেকোন অপরাধ থেকে দূরে থাকবে। মাঠই পারে তরুণদের একত্রিত করতে, নেতৃত্ব শেখাতে, এবং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত গড়তে। আমরা বিশ্বাস করি, প্রতিটি খেলোয়াড়ের ঘামে তৈরি হয় একটি সুস্থ সমাজের ভিত্ত। খেলাধুলার মধ্য দিয়েই গড়ে উঠবে শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম, যারা একদিন দেশের হয়ে খেলবে, দেশের মুখ উজ্জ্বল করবে।
খেলায় স্পন্সর করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক গ্রেডিং প্রাপ্ত রাজশাহীর সুনামধন্য প্রতিষ্ঠান “মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্ট”

Tag :
জনপ্রিয় সংবাদ

দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন

আপডেট টাইম : ০৮:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন

রাজশাহী ব্যুরো: গত বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে খেলা প্রেমীদের কাঙ্খিত ওয়ার্ড কাপ (বিদিরপুর বাজার) ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টুর্নামেন্টের দুই পরাশক্তি ফকিরপাড়া তরুণ সংঘ বনাম মুগরুইল একাদশ। রোমাঞ্চকর ফাইনালে জয় ছিনিয়ে নিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ফকিরপাড়া তরুণ সংঘ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪.০০ টায় মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি গ্রহন করেন দলের অধিনায়ক পারভেজ (লাল) এবং টিম ম্যানেজার, বিশিষ্ট সাংবাদিক মাজহারুল ইসলাম চপল। রানারআপ পুরস্কার গ্রহণ করেন মুগরুইল একাদশের অধিনায়ক।

উল্লেখ্য, জমজমাট এই আসরে মোট ৭ টি দলের অংশগ্রহনে লিগ ভিত্তিক খেলা শুরু হয়। দলের সংখ্যা কম থাকায় পয়েন্ট (লিগ) পর্ব শেষ করে ৪ টি দলকে কোয়ালিফাই করে সরাসরি সেমিফাইনাল খেলানো হয়।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফকিরপাড়া তরুণ সংঘ, আর ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুগরুইল একাদশ, ১১ পয়েন্ট নিয়ে বসন্তকেদার সরকারপাড়া এবং ৭ পয়েন্ট নিয়ে বসন্তকেদার হাটপাড়া। পরে নিজেদের নৈপুণ্য খেলার দক্ষতায় ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন মুগরুইল একাদশ এবং এবারের ফেবারিট দল ফকিরপাড়া তরুন সংঘ। অবশেষে নিজেদের অপরাজিত রেখে গত বছরের চ্যাম্পিয়নদের হারিয়ে ২৫ সালের ট্রফি ছিনিয়ে নেয় মৌগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণদের এই দলটি।

ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের গোল রক্ষক বিশাল খন্দকার , টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে পারভেজ এবং সর্বোচ্চ গোল দাতার পুরস্কার তুলে নেন সাজিউল ইসলাম সয়ন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, বসন্তকেদার ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক জিল্লুর রহমান মিঠুসহ সাবেক খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা।

টুর্নামেন্টটি আয়োজন করেন ৫নং ওয়ার্ডের ক্রীড়া সংগঠক ও তরুণ উদ্যোক্তা হাসান, নাইমুল, নাজমুল ও সইবুর, মাজহারুল ইসলাম চপল।

আয়োজকরা জানান, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পথে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। খেলার মাঠে তরুণদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করছে যুব সমাজ এখনো পারে পরিবর্তনের অনুপ্রেরণা হতে, যদি তাদের সামনে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করা যায়। ধন্যবাদ জানায় বিশিষ্ট সাংবাদিক মাজহারুল ইসলাম চপল ভাইকে। আপনারা জানেন, গত বছরের খেলায় আমাদের কিছু ত্রুটি ছিল যার কারনে অনেকের মন ভেঙে ছিল। কিন্তু এবার চপল ভাইয়ের আমরা আবারও উজ্জীবিত হই। যার ফলশ্রুতিতে আমরা এবারের টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পরেছি।

চ্যাম্পিয়ন ফকিরপাড়া তরুণ সংঘের পক্ষে টিম ম্যানেজার চপল বলেন, আমরা চাই, এলাকার প্রতিটি তরুণ যেন মোবাইলের পর্দা ছেড়ে খেলার মাঠে ফিরে আসে। খেলুক, ঘাম ঝরাক, বন্ধুত্ব গড়ে তুলুক মাঠের সবুজ ঘাসের সাথে। আজকের তরুণরা যদি খেলাধুলায় ফিরে আসে, তাহলে তারা মাদক, মোবাইল আসক্ত ও যেকোন অপরাধ থেকে দূরে থাকবে। মাঠই পারে তরুণদের একত্রিত করতে, নেতৃত্ব শেখাতে, এবং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত গড়তে। আমরা বিশ্বাস করি, প্রতিটি খেলোয়াড়ের ঘামে তৈরি হয় একটি সুস্থ সমাজের ভিত্ত। খেলাধুলার মধ্য দিয়েই গড়ে উঠবে শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম, যারা একদিন দেশের হয়ে খেলবে, দেশের মুখ উজ্জ্বল করবে।
খেলায় স্পন্সর করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক গ্রেডিং প্রাপ্ত রাজশাহীর সুনামধন্য প্রতিষ্ঠান “মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্ট”