ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: লকডাউনের প্রথম দিন সোমবার সকালে শার্শার বাগআঁচড়া ও নাভারণ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি বাগআঁচড়া বাজারের আশা ফার্মেসী, রিফাত হোটেল, আনোয়ার ষ্টোর ও জেহের হোটেলসহ ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৫ শ টাকা করে ২ হাজার জরিমানা আদায় করেন।
একই ভাবে নাভারণ সোহাগ হোটেল ও মুসলিম হোটেলে ৫ শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন এই ভ্রাম্যমান আদালত। এব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।