বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কুষ্টিয়ার দৌলতপুর বিএডিসি কার্যালয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত জমির মন্ডলের ছেলে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ জানিয়েছেন।
পাশাপাশি তিনি ধর্মদহ ডিপের মাঠে গভীর নলকূপ অনুমোদন করতে পুনঃযাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন।
সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুর রহমানের দাবি, সম্প্রতি বদলি হওয়া উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসানের কাছে ফসলের মাঠে গভীর নলকূপ স্থাপনের আবেদন করার পরামর্শ চাইলে তিনি তাকে দিনের পর দিন,মাসের পর মাস ঘুরিয়েছেন আর দরখাস্ত নেয়ার সময় হয়নি বলে জানিয়েছেন, পক্ষান্তরে অনৈতিক যোগসাজশে একই এলাকার ছয়ের উদ্দিনের তিন পুত্র সোলাইমান,পিয়ারুল,আশরাফুলের আবেদন জমা নিয়ে প্রকল্প অনুমোদনের কার্যক্রম চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে, তথ্য গোপনের পাশাপাশি ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনেরও অভিযোগ আনেন তিনি। স্থানীয় ধর্মদহ বাজার এলাকায় ৮ এপ্রিলের সংবাদ সম্মেলনে আব্দুর রহমানের উপস্থিতিতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছেলে লাহাব।