ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক  সভা অনুষ্ঠিত মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০


মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ দীর্ঘ ৪৯ দিন লকডাউন শেষে গত ২৩ তারিখে সল্পপরিসরে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে একটায় কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে হানিফ পরিবহন ও আফিয়া এন্টারপ্রাইজ এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

২৪ মে সোমবার কাটাখালী চৌদ্দপায় অবস্থিত গম গবেষনা কেন্দ্রের সামনে দুপুর পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। এতে আফিয়া পরিবহণের বাস চালকসহ অন্তত ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধারে কঠোর তৎপরতা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুই বাসের দুর্ঘটনার সময় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রীও আহত হন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬ টার দিকে হানিফ পরিবহণের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে দুপুর পৌনে একটার দিকে বাঘার উদ্দেশ্যে যাচ্ছিলো আফিফ পরিবহণ। এসময় রাজশাহীর চৌদ্দপাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আফিয়া পরিবহণের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনা স্থলে নিহত হয় রবিউল আউয়াল (৩২)।

তিনি একজন মোটর শ্রমিক। নবাব(৫০) পিতাঃবাবর আলি সাং- চারঘাট থানা পাড়া, থানা-চারঘাট জেলা-রাজশাহী।আহত হয়ে রামেক হাসপাতালের ওর্য়াড নং ০৮ ভর্তি ছিলেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৫ঃ০০ ঘটিকার সময় মৃত্যু বরন করেন।

এবিষয়ে রাজশাহী মহানগর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে একজনকে মৃত অবস্থায় এবং অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস দুটি রাস্তা থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ছোট বড় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক  সভা অনুষ্ঠিত

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

আপডেট টাইম : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০


মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ দীর্ঘ ৪৯ দিন লকডাউন শেষে গত ২৩ তারিখে সল্পপরিসরে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে একটায় কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে হানিফ পরিবহন ও আফিয়া এন্টারপ্রাইজ এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

২৪ মে সোমবার কাটাখালী চৌদ্দপায় অবস্থিত গম গবেষনা কেন্দ্রের সামনে দুপুর পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। এতে আফিয়া পরিবহণের বাস চালকসহ অন্তত ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধারে কঠোর তৎপরতা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুই বাসের দুর্ঘটনার সময় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রীও আহত হন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬ টার দিকে হানিফ পরিবহণের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে দুপুর পৌনে একটার দিকে বাঘার উদ্দেশ্যে যাচ্ছিলো আফিফ পরিবহণ। এসময় রাজশাহীর চৌদ্দপাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আফিয়া পরিবহণের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনা স্থলে নিহত হয় রবিউল আউয়াল (৩২)।

তিনি একজন মোটর শ্রমিক। নবাব(৫০) পিতাঃবাবর আলি সাং- চারঘাট থানা পাড়া, থানা-চারঘাট জেলা-রাজশাহী।আহত হয়ে রামেক হাসপাতালের ওর্য়াড নং ০৮ ভর্তি ছিলেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৫ঃ০০ ঘটিকার সময় মৃত্যু বরন করেন।

এবিষয়ে রাজশাহী মহানগর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে একজনকে মৃত অবস্থায় এবং অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস দুটি রাস্তা থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ছোট বড় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।