বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯ মে) সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে গোল্ড কাপের শুভ উদ্বোধ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি)কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,আজিজুল আযম চকরাজাপুর ইউপি চেয়ারম্যান,সাইফুল ইসলাম চেয়ারম্যান মনিগ্রাম ইউপি , মেরাজুল ইসলাম মেরাজ পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান, রফিকুল ইসলাম আড়ানী ইউপি চেয়ারম্যান,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিলটন, শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।