ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত ভেড়ামারায় সাংবাদিকদের সাথে আব্দুল গফুর সাহেবের মতবিনিময় সভা গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন নরসিংদীর পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন মো; আবুবকর সিদ্দিকী কুষ্টিয়ার ভেড়ামারায় মুখ পুড়িয়ে যুবককে হত্যা, ধানক্ষেতে লাশ লালপুরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে আনন্দের হাসি  সিআরবি তেজগাঁও শিল্পাঞ্চল থানার শাখার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত পলাশের ডাংগায় ভিরিন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশিক্ষা ও বিজ্ঞান বিভাগ চালু প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীপুর রায়পুরে আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বিরামহীন প্রচারণা আলফাডাঙ্গায় প্রবাসীর শিশু সন্তান হত্যা” এক রশির সূত্র ধরে গ্রেপ্তার প্রতিবেশী ইউনুস

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যদিয়ে মনিপুরীদের মহা রাসোৎসব অনুষ্ঠিত

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকেঃ কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে কমলগঞ্জের মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ও আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মনিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের মহারাসোৎসব শুরু হয়েছে।

এ বছর মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুর জোড়ামন্ডপে ১৭৯ তম ও তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে ৩৬ তম রাসোৎসব পালিত হয়। মহা-রাসলীলা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে এ দুটি মন্ডপে ধুয়ামুছা আর সাজানোর কাজ শুরু হয়ে ছিল। সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয় মন্ডপগুলো।

দিনের বেলায় শুরু হয়ে সৃর্যাস্তের আগেই শেষ হয়ে যায় বলে এই রাসলীলাকে বেলীরাস ও বলা হয়। এই নৃত্য চলাকালীন সময় ভক্তরা মন্ডবে বাতাসা ছিঠিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুঁড়িয়ে নেন। রাত্রিতে অনুষ্টিত হবে রাসোৎসব। রাসোৎসব উপলক্ষে রাত্রিতে লাখো মানুষের মিলনতীর্থে পরিনত হবে মাধবপুর জোড়া মন্ডপ আর আদমপুরের সানাঠাকুর মন্ডপ এলাকায়।

মন্ডপে মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের। মনিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও মেতে উঠে একদিনের এই আনন্দে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ,শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারনায় সকাল থেকে মুখরিত হয়ে উঠে মনিপুরী পল্লীর এ দুটি এলাকা।

রাসোৎসব উপলক্ষে ২টি এলাকায় পুলিশের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে বিশাল মেলা। মেলায় নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা ও রাত ১০টা থেকে চলে শ্রীশ্রী কৃষ্ণের মহা রাসলীলানুসরণ। সূর্যোদয়ের সাথে সাথে সাঙ্গ হবে উৎসবের।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যদিয়ে মনিপুরীদের মহা রাসোৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকেঃ কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে কমলগঞ্জের মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ও আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মনিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের মহারাসোৎসব শুরু হয়েছে।

এ বছর মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুর জোড়ামন্ডপে ১৭৯ তম ও তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে ৩৬ তম রাসোৎসব পালিত হয়। মহা-রাসলীলা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে এ দুটি মন্ডপে ধুয়ামুছা আর সাজানোর কাজ শুরু হয়ে ছিল। সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয় মন্ডপগুলো।

দিনের বেলায় শুরু হয়ে সৃর্যাস্তের আগেই শেষ হয়ে যায় বলে এই রাসলীলাকে বেলীরাস ও বলা হয়। এই নৃত্য চলাকালীন সময় ভক্তরা মন্ডবে বাতাসা ছিঠিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুঁড়িয়ে নেন। রাত্রিতে অনুষ্টিত হবে রাসোৎসব। রাসোৎসব উপলক্ষে রাত্রিতে লাখো মানুষের মিলনতীর্থে পরিনত হবে মাধবপুর জোড়া মন্ডপ আর আদমপুরের সানাঠাকুর মন্ডপ এলাকায়।

মন্ডপে মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের। মনিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও মেতে উঠে একদিনের এই আনন্দে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ,শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারনায় সকাল থেকে মুখরিত হয়ে উঠে মনিপুরী পল্লীর এ দুটি এলাকা।

রাসোৎসব উপলক্ষে ২টি এলাকায় পুলিশের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে বিশাল মেলা। মেলায় নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা ও রাত ১০টা থেকে চলে শ্রীশ্রী কৃষ্ণের মহা রাসলীলানুসরণ। সূর্যোদয়ের সাথে সাথে সাঙ্গ হবে উৎসবের।