মো.আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি: “ মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর
মহাদেবপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২ জানুয়ারী রবিবার বিকালে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি আনুষ্ঠানিক ভাবে সেবাপ্রদান ও লোকশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা অডিটরিয়ামে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, ইউপি চেয়ারম্যান সামছুল হক বাচ্চু, ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আরিফ প্রামানিক প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সন্ধ্যায় লোকজ শিল্পী ও আদিবাসী স্প্রদায়ের নারীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।