দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে উপজেলার ১৪ ইউনিয়নে স্থাপনকৃত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
(২০জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অফিস তারাগুনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, মথুরাপুর মাঃবিঃ সিনিয়র সহ-শিক্ষক সানাউল্লাহ হক সেন্টু অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১.৩০ মিনিটে শেষ হয় , এ সময় সংগীত ও আবৃত্তির ৫৬ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞ বিচারকদের বিচার কার্যে সংগীতে ৩জন ও আবৃত্তিতে ৩জন মোট ৬জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।এর মধ্যে সংগীতে প্রথম হয়েছে দৌলতপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী তানিয়া আক্তার ও কবিতা আবৃতিতে প্রথম হয়েছে একই ক্লাবের শিক্ষার্থী নুবাহ্ ফাইজা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার।এসময় সকল ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।